Surprise Me!

EXCLUSIVE: শিক্ষক মানে “মানুষ তৈরির কারিগর”

2020-09-05 1 Dailymotion

মহামারী আবহে স্কুল বন্ধ রয়েছে। অনলাইন ক্লাসের সুযোগ-সুবিধা নেই পিছিয়ে পড়া গ্রামের পড়ুয়াদের। তার জেরে পড়াশোনা বন্ধের পথে। তখনই গ্রামের দিদি ও দাদারা শিক্ষক হয়ে উঠলো তাদের কাছে। তারা ব্ল্যাকবোর্ড ও হাতে চক নিয়ে পড়াশোনা করাচ্ছে এই পড়ুয়াদের।<br /><br />শিক্ষক না পেলেও আজকে গ্রামের দিদি ও দাদারা শিক্ষকতুল্য হয়ে উঠেছে তাদের কাছে। এই দৃশ্য দেখা গেল আসানসোলের পলাশডিহার ভুইয়া পাড়ায়। এদিন এলাকায় গিয়ে দেখা গেল খোলা আকাশের নিচে পড়ুয়াদের পঠন পাঠন চলছে। দিদি ও দাদারা দায়িত্ব নিয়ে তাদের অনুপ্রাণিত করছে নতুন কিছু শিখতে ও জানতে। এই অবস্থায় যদি এই শিক্ষা এই দুঃস্থ পড়ুয়ারা না পেত তাহলে হয়তো তারা পড়াশোনা থেকে বঞ্চিত হয়ে যেত। পড়ুয়ারাও সক্রিয়ভাবে অংশ নিচ্ছে শিক্ষাগ্রহণে। এর পাশাপাশি আসানসোলের আরও কিছু এলাকায় পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্যে এইভাবে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। পয়সা পাচ্ছে না তারা। তবে নিঃস্বার্থভাবে বাচ্চাগুলিকে মানুষ হিসেবে তৈরি করার পথ দেখাচ্ছে তারাই। সত্যিই শিক্ষক দিবসে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে এই ছোট ছোট শিশুগুলির জন্যে?

Buy Now on CodeCanyon