এই এপ্লিকেশনটি ইন্সটল করলে এবং ব্যবহার করলে যেকোনো হেভি গেম খেলার সময় কোন রকম নোটিফিকেশন এবং আনওয়ান্টেড কল আসবে না। এর ফলে আমাদের মোবাইলের স্পিড তো বাড়বে এবং সকলের শান্তিপূর্ণভাবে গেম খেলতে পারবে। ভিডিওটি নিজে দেখুন এবং অন্যান্য কে শেয়ার করুন যাতে তারাও এই প্রসেস টি ইউজ করে গেম খেলতে পারে।
