Surprise Me!

Malvi Malhotra Stabbed In Mumbai: মুম্বইয়ের রাস্তায় কুপিয়ে খুনের চেষ্টা অভিনেত্রী মালভি মালহোত্রাকে

2020-10-28 10 Dailymotion

বিয়ের প্রস্তাবে অমত, অভিনেত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা ফেসবুক বন্ধুর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি টেলি দুনিয়ার অভিনেত্রী মালভি মালহোত্রা। ২৬ অক্টোবর রাত ৯টায় মুম্বইয়ের ভারসোভায় ঘটনাটি ঘটে, একটি কফিশপ থেকে বাড়ির দিকে ফিরছিলেন তিনি ঠিক সেই সময়ই অতর্কিতে হামলা চলে মালভির উপরে। মালভির দু\'হাত এবং তলপেটে গুরুতর আঘাত লাগে; অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে, তার নাম- যোগেশ মাহিপাল সিং। পুলিশ সূত্রে খবর, তাদের পরিচিতি দীর্ঘদিনের এবং তারা বন্ধুও ছিলেন; একটি দামী গাড়িতে এসে মালভিকে কুপিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাহিপাল। সম্প্রতি যোগেশ বিয়ের প্রস্তাব দেন মালভিকে, এরপরই বিবাদ শুরু হয় দু\'জনের মধ্যে; মালভি স্পষ্ট জানিয়ে দেন, যোগেশের সঙ্গে তিনি কোনও কথা বলতে চান না। <br /> <br />#MalviMalhotraStabbed #ActressMalviMalhotraStabbingCase #LatestLYBangla

Buy Now on CodeCanyon