Surprise Me!

Two Deaths Post Covid-19 Vaccination: শারীরিক সমস্যায় কোভ্যাক্সিন এড়িয়ে চলার পরামর্শ ভারত বায়োটেকের

2021-01-19 47 Dailymotion

কোভিড প্রতিষেধক প্রয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে দেশজুড়ে; টিকা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ৭ জন, এদের মধ্যেই মৃত্যু হয় ২ জনের। সরকারি হাসপাতালে কর্মরত উত্তরপ্রদেশের মোরদাবাদের বাসিন্দা মাহিপাল সিংয়ের মৃত্যু হয়েছে ১৭ জানুয়ারি। রিপোর্ট বলছে, ৫২ বছর বয়সী ওই ব্যক্তি ভ্যাক্সিন নেওয়ার পরই প্রয়াত হয়েছেন। \"ব্যক্তির মৃত্যুর পিছনে ঠিক কী কারণ রয়েছে, সেটি খতিয়ে দেখতে ৩ চিকিৎসকের একটি দল গঠিত হয়েছে। চিকিৎসকদের মত, কার্ডিওপালমোনারি রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। ভ্যাক্সিনের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।\" চিকিৎসক মনোহর আগনানি, পরিবেশ এবং কল্যাণ মন্ত্রকের যুগ্ম সভাপতির বিবৃতি। টিকা নেওয়ার পরে কর্নাটকের বেল্লারিতে ৪৩ বছর বয়সী নাগরাজুর মৃত্যু হয়েছে। কর্ণাটক রাজ্যের স্বাস্থ্য বিভাগে কর্মরত ছিলেন নাগরাজু, ১৮ জানুয়ারি তাঁর মৃত্যু হয়। করোনার টিকা দেওয়া শুরু হওয়ার পর থেকে তৃতীয় দিনের হিসাবে ৩.৮ লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে, তার মধ্যে এখনও পর্যন্ত ৫৮০ জনের শরীরে এর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। করোনা প্রতিষেধক নেওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ৭ জন, মৃত্যু হয়েছে ২ জনের; এরপরই ভারত বায়োটেক একটি ফ্যাক্ট শিট প্রকাশ করেছে।

Buy Now on CodeCanyon