Surprise Me!

India-China Troops Involved In Face-Off: পূর্ব সিকিমের নাকুলাতে ভারত-চিন সংঘর্ষ

2021-01-27 1 Dailymotion

পূর্ব লাদাখে ফের নতুন করে সংঘর্ষ ভারত-চিনের, ২৬ জানুয়ারি রাষ্ট্রসংঘের সচিব অন্তনিও গুটের আলাপ-আলোচনার মারফত সমস্যা সমাধানের উপায় বাতলে দিলেন। ২০ জানুয়ারি নতুন করে দু\'দেশের সেনা-জওয়ানদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা চালায় লাল ফৌজ। প্রাথমিকভাবে দু\'পক্ষে বিতর্ক শুরু হয়, ভারতীয় ভূখণ্ডে চিনা বাহিনীর অনুপ্রবেশ রুখে দেয় ভারত। চিনা সেনারা সিকিমে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করার চেষ্টা করেছিল, বাধা দেয় ভারতীয় জওয়ানরা; এরপরই সংঘর্ষ শুরু হয় দু\'পক্ষের। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার মিটার উপরে দুই সেনার মধ্যে সংঘর্ষ হয়, ২০ জানুয়ারি দু\'পক্ষের মধ্যে হাতাহাতিও হয়েছে বলে খবর। এনিয়ে পূর্ব সেক্টরে একবছরের মধ্যে দু\'দুবার সংঘর্ষ হল দু\'দেশের মধ্যে। গত বছর মে মাসে নাকুলাতে সংঘর্ষ হয়েছিল, দু\'পক্ষের মধ্যেই হাতাহাতি হয়।

Buy Now on CodeCanyon