Surprise Me!

BJP Rathyatra: কোন পথে হবে মিছিল, কীভাবে হবে বিজেপির রথযাত্রা? দেখুন বিস্তারিত

2021-02-05 4 Dailymotion

৬ ফেব্রুয়ারি বিজেপির নবদ্বীপ রথযাত্রা কোন রাস্তা দিয়ে যাবে, সেই সংক্রান্ত তথ্য চাইল নদিয়া জেলা পুলিশ। বিজেপির রাজনীতির অন্যতম প্রধান অঙ্গ রথযাত্রা। বিধানসভা ভোটের আগে বাংলায় বিজেপির \'পরিবর্তন রথযাত্রা\' গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। ৬ জানুয়ারি \'রথযাত্রা\' কোন রাস্তা দিয়ে যাবে, কোথায় সভা হবে, মিছিলে যারা যোগ দেবেন তারা রাতে কোথায় থাকবেন সেই সংক্রান্ত তালিকা পুলিশকে চিঠি দিয়ে জানাতে হবে। করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই যেন কর্মসূচির প্রস্তুতি নেওয়া হয়, সেই বিষয়টি নিয়েও সতর্ক করেছে পুলিশ। ডায়মন্ডহারবার যাওয়ার পথে শিরাকোলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলা চালানো হয়, সেই রাস্তাই হবে \'পরিবর্তন রথযাত্রা\'-র পথ। ৬ জানুয়ারি  রাজ্যের মোট ৫ জায়গা থেকে ৫টি পরিবর্তনের রথযাত্রা রাস্তায় বেরোনোর পরিকল্পনা করছে বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে ২৯৪টি কেন্দ্রেই বিজেপির ভূমিকা উল্লেখযোগ্য ভূমিকা নিতে চলেছে।

Buy Now on CodeCanyon