Surprise Me!

2 BJP MLAs Meet Mamata Banerjee: গেরুয়া শিবিরে ভাঙন? মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ দুই বিজেপি বিধায়কের

2021-02-09 2 Dailymotion

তৃণমূলের পর কী এবার বিজেপিতেও ভাঙন ধরল? বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিত্‍ দাস এবং নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং-কে ঘিরে এই প্রশ্নই এখন তুঙ্গে। তৃণমূল থেকে বিজেপি ঘুরে ফের রাজ্যের শাসক দলেই নাম লেখাতে চলেছেন বিশ্বজিৎ-সুনীল! বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে দীর্ঘক্ষণ বৈঠক করেন মমতা ব্যানার্জির সঙ্গে বিশ্বজিৎ-সুনীল, হাজির ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থ ভৌমিকরাও। প্রায় ২০ মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন দুই বিজেপি বিধায়ক, তবে ঠিক কী কী বিষয় নিয়ে কথা হয়েছে সেটি স্পষ্ট জানাননি দুই বিধায়ক। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পায়ে হাত দিয়ে প্রণাম করতেও দেখা গিয়েছে বিশ্বজিৎ দাসকে। তবে মমতা ব্যানার্জির সাক্ষাৎ ঘিরে বিশেষ কিছু ভাবতে নারাজ বিজেপি নেতৃত্ব, সংবাদমাধ্যমের সামনে এমন \'ভাব\' দেখালেও চিন্তার ভাঁজ গেরুয়া শিবিরেও। বিশ্বজিৎ এবং সুনীলের সঙ্গে বৈঠকে বসেন কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়, তবে দু\'তরফে কী আলোচনা হয়েছে সেটি স্পষ্ট জানানো হয়নি। দিলীপ ঘোষের দাবি, দলের সঙ্গে কথা বলেই মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেছিলেন দুই বিধায়ক।

Buy Now on CodeCanyon