Surprise Me!

Dia Mirza And Vaibhav Rekhi Get Married: সাত পাকে বাঁধা পড়লেন দিয়া মির্জা

2021-02-16 7 Dailymotion

\'রেহনা হ্যায় তেরে দিল মে\' ছবিটির পর দিয়া মির্জা হয়ে উঠেছিলেন ন্যাশনাল ক্রাশ। এবার সকলের মন ভেঙে দিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন দিয়া মির্জা, বৈভব রেখির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী। লাল বেনারসি, লাল ওড়না, টিকলি, গয়না সব মিলিয়ে কনে সাজে দিয়া মির্জার দিক থেকে চোখ ফেরানো দায়! অন্যদিকে সাদা পাজামা, পাঞ্জাবি আর পাগড়িতে দিয়াকে বিয়ে করতে এলেন বৈভব। বলিউডের হাই-প্রোফাইল এই বিয়েতে চাঁদের হাট। রাজকুমার হিরানি, মালাইকা অরোরা, আদিতি রাও হায়দারি এবং কুণাল দেশমুখ হাজির হয়েছিলেন বিয়ের অনুষ্ঠানে। দিয়ার ফ্ল্যাটের বাগানেই সাত পাকে বাঁধা পড়েন দিয়া এবং বৈভব, খুব কম সংখ্যক অতিথি এবং পরিবারের লোকজনের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। বিয়ে শেষে পাপারাৎজিদের মিষ্টির প্যাকেট নিজে হাতে বিলি করেন দিয়া মির্জা। ২০১৪ সালে প্রেমিক শাহিল সঙ্ঘকে বিয়ে করেছিলেন দিয়া, তবে ৫ বছরের বেশি টেকেনি দাম্পত্য। দিয়া এবং বৈভব দু\'জনেই দ্বিতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসলেন।

Buy Now on CodeCanyon