Surprise Me!

Tollywood Celebs Join BJP: পাপিয়া অধিকারী, সৌমিলি ঘোষ বিশ্বাস, যশ দাশগুপ্ত যোগ দিলেন বিজেপিতে

2021-02-18 1 Dailymotion

ইঙ্গিত ছিলই। এবার সরাসরি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন একঝাঁক তারকা। ১৭ ফেব্রুয়ারি, বুধবার অভিনেত্রী পাপিয়া অধিকারী, সৌমিলি ঘোষ বিশ্বাস ও ত্রমিলা ভট্টাচার্য হাতে তুলে নিলেন বিজেপির পতাকা। সাংবাদিক বৈঠকে কৈলাস বিজয়বর্গীয়,মুকুল রায় এবং স্বপন দাশগুপ্তের উপস্থিতিতে গেরুয়া পতাকা তুলে নিলেন অভিনেত্রীরা। ২১-র নির্বাচনের আগে বিজেপির মাস্টারস্ট্রোক, বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এরপর বিজেপিতে যোগ দেন অভিনেতা যশ দাশগুপ্ত। এছাড়া রাজ মুখার্জি, অশোক ভদ্র, মীনাক্ষী ঘোষ, মল্লিকা ব্যানার্জিও যোগ দিলেন বিজেপিতে একইদিনে। টলি পাড়া থেকে অভিনেতা-অভিনেত্রীদের রাজনৈতিক দলে যোগদানের বিষয়টি এখন খুবই সাধারণ পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন দীপঙ্কর দে, ভরত কল। এছাড়াও বিভিন্ন সময়ে আরও একাধিক শিল্পীরা যোগ দিয়েছেন রাজ্যের শাসক শিবিরে। কিছুদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন কৌশানি, সৌরভ দাস, শ্রীতমা ভট্টাচার্য-সহ আরও অনেকে।

Buy Now on CodeCanyon