Bachelor Bangla Rap Song<br /><br />Artist : Tabib Mahmud<br />Lyrics : Tabib Mahmud<br />Studio : LMG Beats<br />Music Composer<br />Subhra Raha<br /><br /><br />DOP, Screenplay and Direction <br />Akash Haque<br /><br />Production & Art Design <br />Akash Haque<br /><br />Edit<br />Danakata Jin<br /><br />Edit Supervisor<br />Akash Haque<br /><br />Assistant Director<br />Rifat Jahan Shaon<br />Shoab Ahammed Saazib<br /><br />Drone<br />Riaz Ahmed<br /><br />Color<br />Cju Khan<br /><br />lyrics<br />ছেড়েছি <br />পরিবার ছেড়েছি ভাই বোন এসেছি <br />ফেলে গ্রামে মা বাবা প্রিয় জন<br />প্রয়োজনে জীবনের সফলতা কুড়াতে<br />দেহঘাম ঝড়াতে নিজ পায়ে দাড়াতে<br />রাজধানী ঢাকায় আমি ডানাকাটা জিন<br />প্রিতিদিন পার করি সংগ্রামী দিন আমি <br />ঠিকানা বিহীন এক যাযাবর<br />বিছানা বিহীন এক ব্যাচেলর<br /><br /><br />হ্যালো<br />জি বলন<br />টু লেট দেখে ফোন দিলাম। কত স্কয়ার ফিট বাসা?<br />১৭৫০।<br />আচ্ছা ভাড়া কেমন<br />৪৫০০০<br />আপনারা কি ব্যাচেলর দিবেন?<br />ধুর মিয়া! ফ্ল্যাট বাসায় ব্যাচেলর কেনো দিবো?<br /><br />ব্যাচেলর দূরে যাও চারিদিকে বদনাম<br />সমাজের সাথে হয় প্রতিদিন সংগ্রাম<br />মাথার উপর ছাদ নাই<br />পায়ের তলায় মাটি নাই<br />রাজধানী ঢাকার আমি সবখানে ঘুরলাম<br /><br />ফ্ল্যাট মালিকেরা কেউ দিবে না বাসা ভাড়া<br />দিলে নাকি ইজ্জত রবে না রবে না <br />এই সমাজের কোন ফ্ল্যাট ইজ্জত আছে বল<br />একটা বৃদ্ধ দেখা ছিলো না যে ব্যাচেলর <br /><br />ছাত্র সমাজ তারা ব্যাচেলর যারা <br />স্বপ্ন খুজে তারা ব্যাচেলর যারা<br />সম্ভাবনার সব প্রতিচ্ছবি তারা<br />আগামীর মখমল পৃথিবী কেনো<br /><br />হ্যালো আংকেল, আমি ব্যাচেলর <br />বাড়ি ভাড়া চাই, বাড়ি ভাড়া না দেয়ার<br />অপশন নাই, আমি আগামীর এখন <br />সমাজের বুকে আমি নদীর মতন<br /><br /><br /><br />দেখ দেখ দেখ দেখ<br />কাহিনীটা দেখ দেখ ব্যাচেলর সিনপাটে<br />আজকের সংবাদে শিরোনাম নাই নাই<br />থাকার জায়গা নাই নাই ঘরে বউ তাই আমি<br />ফুটপাতে প্রতি রাতে মশারী টানাই আমি<br /><br />ব্যাচেলর যাযাবর ছাইড়া আসছি বাড়িঘর<br />এখন থাকি রাস্তা ঘাটে থাকতাম আগে আদাবর<br />দরদ দিয়া হ্রদয় দিতা চিঠি লিখলাম বরাবর <br />শহরের সব ভালোবাসা পায় যেনো ব্যাচেলর