Surprise Me!

কথা কওনের টাইম নাই - Jagonews24.com

2021-06-15 0 Dailymotion

শাহবাগ থানার পাশে নিউ কনকচাপা দোকানের কর্মচারী সবিউল। সোমবার সকালে জাতীয় যাদুঘরের সামনের রাস্তার ডিভাইডারের ফুটপাতে বসে কয়েকজন সহকর্মীর সঙ্গে ফুলের ডালা সাজাতে ব্যস্ত তিনি।<br /><br />ককসিটের ওপর কেউ হলুদ গাদা ফুল গাঁথছেন, কেউ কাঁচি দিয়ে স্কচটেপ কেটে দিচ্ছেন আবার কেউবা ডালায় ফুলের পাশাপাশি পাতা বিছিয়ে দিচ্ছেন।<br /><br />এ সময় আনুমানিক আটাশ ত্রিশ বছরের এক যুবক এসে বড় ও ছোট ফুলের ডালা কত হলে বিক্রি করবেন তা জানতে চায়। সঙ্গে সঙ্গে সবিউল বলেন, ‘আজ কথা কওনের টাইম নাই। ফুলের বড় ডালা ১ হাজার টাকা ও মাঝারি সাইঝের একটির দাম ৬০০ ট্যাকা। পছন্দ অইলে নেন, না হলে যান।’

Buy Now on CodeCanyon