Surprise Me!

তিন ঘণ্টায় ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত : দুর্ভোগে নগরবাসী - Jagonews24.com

2021-06-15 0 Dailymotion

অঝরে ঝরছে বৃষ্টি। আকাশ জুড়ে অন্ধকার। প্রাইভেটকার, মাইক্রোবাস, বাস, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলছে বাতি জ্বালিয়ে। এ দৃশ্য রাতের নয়, আজ (সোমবার) সকাল পৌনে ৮টার। সকাল ৭টা থেকেই রাজধানীতে মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিস্নাত দিনে সাতসকালেই নগরজুড়ে রাতের আবহ নেমে আসে। এতে চরম দুর্ভোগে পড়েন অফিসগামীরা।

Buy Now on CodeCanyon