Surprise Me!

বিজয় দিবসের অনুষ্ঠান ঘিরে বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া - Jagonews24.com

2021-06-15 3 Dailymotion

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়।<br /><br />শনিবার বেলা ১১টার দিকে সিরাজদিখান কাঠপট্টি রোডস্থ উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।<br /><br />সিরাজদিখান উপজেলা বিএনপি সভাপতি আব্দুল কুদ্দুস ধীরণ বলেন, প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনারে দলীয় নেতা-কর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি। পরবর্তীতে একটি বিজয় র্যালি নিয়ে কার্যালয়ে এসে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা শুরু করি।<br /><br />সভা চলাকালে আব্দুল্লাহ গ্রুপের কিছু কর্মী এসে ঝামেলা সৃষ্টি করে এবং নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। পরবর্তীতে পুলিশ এসে লাঠিচার্জ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা জানাই।<br /><br />তিনি বলেন, এ ঘটনায় থানা জাসাস নেতা সাইফুল ও থানা যুবদল নেতা নাদিমসহ ৪/৫ জন আহত হয় এবং তাদের পুলিশ আটক করে।<br /><br />ছাত্রদল নেতা অহিদুল ইসলাম (আব্দুল্লাহ গ্রুপের) জানান, উপজেলা কার্যালয়ে যাওয়ার পরপরই উপস্থিত কর্মীরা আমাদের উদ্দেশ্য করে খারাপ মন্তব্য করে। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে।<br /><br />সিরাজদিখান থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) গাজি সালাউদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা তাদের ছত্রভঙ্গ করি এবং ৫ জনকে আটক করি। আমাদের ওপর কেউ হামলা করেনি। দুই গ্রুপ নিজেরাই মারামারি করেছে।<br /><br />ভবতোষ চৌধুরী নুপুর

Buy Now on CodeCanyon