Surprise Me!

মিরপুরের মাঠে মাশরাফি বিন মর্তুজার শেষ ম্যাচ !

2021-06-15 0 Dailymotion

তখনো নিশ্চিত ছিলো না মিরপুরের মাঠে এটিই মাশরাফি বিন মর্তুজার শেষ ম্যাচ কি-না। তিনি এখনো নিশ্চিত নন দেশের হোম অব ক্রিকেটে আবার খেলতে নামবেন কি-না। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে শেষেও এটিকে রেখেছেন রহস্যের মধ্যেই। <br /><br />জানিয়েছেন, ‘আসলে এটা আমার শেষ ম্যাচ হতে পারে, নাও হতে পারে। তবে কঠিন সত্য হলো, এটা একটা প্রক্রিয়া। একদিন সবাইকে চলে যেতেই হবে। আমি হঠাৎ কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি। এখন আপাতত এ নিয়ে কোনো কিছু ভাবিনি।’ <br /><br />এ ব্যাপারে কিছু না ভাবলেও ব্যাটিং শেষে মাঠ থেকে বের হওয়ার সময়টা যেন অনেক দীর্ঘ ছিলো মাশরাফির জন্য। অনুজ সতীর্থ মেহেদি হাসান মিরাজের সাথে ডাগআউট ফেরার সময় বাউন্ডারি দড়িটা পেরুতেই চাচ্ছিলেন না তিনি। ঠায় দাঁড়িয়ে ছিলেন বোলিং করতে নেমে নিজের দশম ওভারের শেষ বলটা করেও। বেশ কিছুক্ষণ হাঁটুতে হাত রেখে দাঁড়িয়ে ছিলেন পিচের মধ্যেই। <br /><br />তবে কি মাশরাফি ধরেই নিয়েছেন মিরপুরের হোম অব ক্রিকেটে নিজের শেষ বলটা করেই ফেলেছেন তিনি! গ্যালারিতে থাকা হাজারো দর্শকও যেনো ভাবছিলো, যেতে নাহি দেবো হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়...

Buy Now on CodeCanyon