ভোটের হাওয়ায় সরগরম দেশ। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনী মাঠে নেমে প্রচার-প্রচারণায় নিয়মিত বাধা পাওয়ার অভিযোগ করে আসছে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। এরইমধ্যে রোববার পূর্বঘোষণা অনুযায়ী ৪৮তম বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি বের করেছে ঐক্যফ্রন্ট।<br /><br />রোববার দুপুর পৌনে ১২টায় নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয় র্যালির উদ্বোধন করেন।<br /><br />নয়পল্টন থেকে শুরু হয়ে র্যালিটি শান্তিনগর মোড় ঘুরে আবার নয়াপল্টনে এসে শেষ হয়।<br /><br />ঐক্যফ্রন্ট নেতা সুব্রত চৌধুরী ,মাহমুদুর রহমান মান্না ছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
