Surprise Me!

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে শহীদ মিনারে প্রস্তুুতি শুরু

2021-06-15 0 Dailymotion

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের রাস্তার ধবধবে সাদা দেয়ালে কালো রঙয়ের তুলির আঁচড়ে ছবি আঁকছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের একজন শিক্ষক। তার সামনে দাঁড়িয়ে ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষার্থী। তাদের গুরু (শিক্ষক) প্রথমে একজন আন্দোলনকারী যুবকের ও পরবর্তীতে ওই যুবকের কোলে গুলিবিদ্ধ আরেক যুবকের ছবি আঁকলেন।

Buy Now on CodeCanyon