মন যদি ভেঙ্গে যায়<br /><br />যাক, যাক কিছু বলবো না<br /><br />তোমার যাবার বেলা<br /><br />আমার প্রেমের কথা তুলবো না।<br /><br />মন যদি ভেঙ্গে যায়<br /><br />যাক, যাক কিছু বলবো না<br /><br />তোমার যাবার বেলা<br /><br />আমার প্রেমের কথা তুলবো না।<br /><br />মন যদি ভেঙ্গে যায়<br /><br />যাক, যাক কিছু বলবো না<br /><br />নাই বা মানলো বাধা<br /><br />চোখের জলের এই নদী<br /><br />পথ চেয়ে একা একা<br /><br />কাঁদবো না হয় নিরবধী<br /><br />নাই বা মানলো বাধা<br /><br />চোখের জলের এই নদী<br /><br />পথ চেয়ে একা একা<br /><br />কাঁদবো না হয় নিরবধী<br /><br />তোমার পথের জ্বালা<br /><br />তোমার পায়ের ধুলা<br /><br />তোমার পথের জ্বালা<br /><br />তোমার পায়ের ধুলা<br /><br />মুছিয়ে দিয়েছি আঁখি জলে<br /><br />সেই তো অনেক বড় সান্ত্বনা<br /><br />মন যদি ভেঙ্গে যায়<br /><br />যাক, যাক কিছু বলবো না<br /><br />তোমার যাবার বেলা<br /><br />আমার প্রেমের কথা তুলবো না।<br /><br />মন যদি ভেঙ্গে যায়<br /><br />যাক, যাক কিছু বলবো না<br /><br />কি আছে না হয় আমি<br /><br />কেঁদেই কাটাবো এ জীবন<br /><br />না হয় ছলনা দিয়ে<br /><br />বুঝিয়ে রাখবো এ মন<br /><br />কি আছে না হয় আমি<br /><br />কেঁদেই কাটাবো এ জীবন<br /><br />না হয় ছলনা দিয়ে<br /><br />বুঝিয়ে রাখবো এ মন<br /><br />তোমার জীবন তৃষ্ণা<br /><br />পেয়েছে পথের দিশা<br /><br />তোমার জীবন তৃষ্ণা<br /><br />পেয়েছে পথের দিশা<br /><br />এগিয়ে চলেছো সে পথে<br /><br />সেই তো অনেক বড় সান্ত্বনা<br /><br />মন যদি ভেঙ্গে যায়<br /><br />যাক, যাক কিছু বলবো না<br /><br />তোমার যাবার বেলা<br /><br />আমার প্রেমের কথা তুলবো না।<br /><br />মন যদি ভেঙ্গে যায়<br /><br />যাক, যাক কিছু বলবো না<br /><br /><br />
