মাধুরী দীক্ষিত হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব। প্রায়ই তাকে বলিউডের সেরা অভিনেত্রীদের একজন হিসেবে গণ্য করা হয়। অভিনয় জীবনে তিনি সত্তরের অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং ছয়টি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। <br />জন্ম: ১৫ মে, ১৯৬৭ (বয়স ৫৪ বছর), মুম্বই, ভারত<br />স্বামী বা স্ত্রী: শ্রিরাম মাধব নেনে (বিবাহ. ১৯৯৯)<br />সন্তান: অরিন নেনে, রায়ান নেনে<br />বাবা ও মা: স্নেহলাতা দীক্ষিত, শঙ্কর দীক্ষিত<br />ভাইবোন: অজিত দীক্ষিত, ভারতী দীক্ষিত, রুপা দীক্ষিত<br />