Surprise Me!

নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক প্রৌঢ়

2021-08-09 1 Dailymotion

সিঙ্গারন নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল হবু দালাল নামে বছর ৭৬ এর এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে অন্ডালের শ্রীরামপুর এলাকায় ।ঘটনার খবর জানাজানি হতেই স্থানীয়রাই নিজেদের চেষ্টায় প্রথমে খোঁজাখুঁজির কাজ শুরু করেন । খবর দেওয়া হয় অন্ডাল থানায় । সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ । পুলিশ দক্ষ লোক কে লাইফ জ্যাকেট পরিয়ে তলিয়ে যাওয়া ব্যক্তির তল্লাশি শুরু করেছে । বেলা এগারোটা থেকে খোঁজাখুঁজির পরও শেষ পাওয়া খবর পর্যন্ত জলে তলিয়ে যাওয়া ব্যক্তির সন্ধান মেলেনি ।

Buy Now on CodeCanyon