Surprise Me!

পূর্ব বর্ধমানের ভাতারে লোক জনশক্তি পার্টির এক নেতাকে মারধর করার অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে

2021-08-09 1 Dailymotion

লোক জনশক্তি পার্টির এক নেতাকে মারধর করার অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আজ সকালে কাজে যাবার জন্য বাস ধরতে আমলপুর বাসস্টান্ডে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় স্থানীয় তৃণমূল নেতা মুস্তাফার নেতৃত্বে শেখ ঝন্টু, খাইরুল, শেখ আব্দুল সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী তার উপর হামলা চালায়। তাকে টেনে হিঁচড়ে পাশের ক্যানেলের পারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে বাঁশ দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। এমনকি তাকে বেশ কয়েকবার ক্যানেলের জলে চোবানো হয়। বাঁশ দিয়ে আঘাত করার ফলে তার পা ভেঙে গেছে বলে অভিযোগে জানান তার দাদা জাহাঙ্গীর সাহ।পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, এটি একটি ব্যক্তিগত গন্ডগোল। এর সাথে তৃণমূল পার্টির কোন সম্পর্ক নেই। একটি ব্যক্তিগত গন্ডগোলের সাথে তৃণমূলকে জড়িয়ে দলের নাম বদনাম করার চেষ্টা হচ্ছে। বর্তমানে মৈনউদ্দিন বাবু বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন।

Buy Now on CodeCanyon