Surprise Me!

পূর্ব বর্ধমানের বৈকুন্ঠপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের অচলাবস্থার কোনোও সমাধান আজও হল না

2021-08-10 0 Dailymotion

পূর্ব বর্ধমানের বৈকুন্ঠপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের অচলাবস্থার কোনোও সমাধান আজও হল না। গতকালই প্রধান শর্মিলা মালিক অভিযোগ করেছিলেন, মোজাম্মেল শাহ নামের এক তৃণমূল কর্মী তাকে পঞ্চায়েতে ঢুকে হুমকি দেন। আজ আবার প্রধানের বিরোধী গোষ্ঠীর লোকেরা পঞ্চায়েত অফিসের সামনে দাঁড়িয়ে রীতিমতো প্রধানকে সরিয়ে দেবার দাবিতে বিক্ষোভ দেখান। 'অপদার্থ ', স্বৈরাচারী ' প্রধানকে মানবেন না বলে স্লোগান দেন তারা ।এ নিয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।এমনিতেই শাসকদলের দু গোষ্ঠীর কাদা ছোড়া ছুড়িতে তিতিবিরক্ত গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা।

Buy Now on CodeCanyon