Surprise Me!

Akshay Kumar এর মা প্রয়াত, শোকে বিহ্বল অভিনেতা

2021-09-08 8 Dailymotion

মায়ের অসুস্থতার খবর পেয়ে মঙ্গলবার লন্ডন থেকে তড়িঘড়ি মুম্বইতে ফেরেন অক্ষয় কুমার। বিমানবন্দরে তাঁকে ক্যামেরাবন্দি করেন পাপারাৎজি। সেই থেকে জল্পনা শুরু হয়। জানা যায়, মুম্বইয়ের থানের হীরানন্দনি হাসপাতালে আইসিইউতে রয়েছেন আক্ষয়ের মা অরুণা ভাটিয়া। তবে মা ভাল নেই, তাঁর জন্য প্রার্থনা করুন বলে অনুরাগীদের জানান অক্ষয়।

Buy Now on CodeCanyon