শ্রীফলতলী জমিদার বাড়ী ,Shreefaltali Court Of Estate<br /><br />google mape:https://www.google.com.bd/maps/place/Shreefaltali+Court+Of+Estate/@24.068283,90.2093065,85m/data=!3m1!1e3!4m12!1m6!3m5!1s0x3755e3ec07c7ee99:0x2fbe49de2d71d83a!2sShreefaltali+Court+Of+Estate!8m2!3d24.0684195!4d90.2096832!3m4!1s0x3755e3ec07c7ee99:0x2fbe49de2d71d83a!8m2!3d24.0684195!4d90.2096832?hl=en<br />----------------------------------------------------------------------------------------------------------<br />ঢাকার খুব কাছেই গাজীপুরের কালিয়াকৈরে শ্রীফলতলী জমিদার বাড়ী। শ্রীফলতলী জমিদার বাড়ী কালিয়াকৈর <br />এর ঐতিহিাসিক নিদর্শন গুলোর মধ্যে অন্যতম। প্রথম দেখাতেই ভালো গেগে যাবে এই জমিদার বাড়ী। <br />এখানে তিনটা জমিদার বড়ী। বেশির ভাগ জমিদার বাড়ীর মতোই এখানেও বলা হয় জমিদারর দুই তরফ । ছোট আর বড় তরফ। <br />বড় তরফের এই বাড়ীতে কাঠামোগত কিছু সামান্য সংস্কার চোখে পড়ে। তবে ছোট তরফে অযত্নের প্রমাণ স্পষ্ট। ইতিহাস থেকে <br />জানা যায়, বিখ্যাত তালিবাবাদ পরগণার নয় আনা অংশের মালিকানা নিয়ে গঠিত হয় শ্রীফলতলী জমিদার এরিয়া। এই এরিয়ার <br />প্রধান কর্ণধার খোদা নেওয়াজ খানের কনিষ্ঠ পুত্র রহিম নেওয়াজ খান চৌধুরীর হাত ধরে এই শ্রীফলতী জমিদার বাড়ীর গোড়াপত্তন ঘটে।<br /> সেকালে জমিদারদের মাঝে এক অদৃশ্য প্রতিযোগিতা হত তাদের শান সাওকাত, বাড়ী ঘর, <br />পুকুর, স্কুল, কলেজ নিয়ে। প্রতিযোগিতা হত কার বাড়ী কত বড় আর কি তাদের কারুকাজ। <br />এসব বিষয়ে জমিদারদের নিরব প্রতিযোগিতারই একটা ফসল এই জমিদারী এলাকা আর জমিদার বাড়ী। <br /><br /><br />তবে ছোট তরফের বাড়ীর গেটে আর বংশ লতিকায় কিংবা এই বাড়ীর ইতিহাস তালেব গাজীর উল্লেখ নেই।<br /> এখানে বলা আছে, বিখ্যাত তালবাবাদ পরগণার নয় আনা অংশের মালিকানা নিয়ে গঠিত হয় শ্রীফললী জমিদার বাড়ী।<br /> শ্রীফলতলী জমিদার বাড়ী এখন এলাকার মানুষ ভূতের বাড়ী হিসাবে বেশ পরিচিত।<br /><br />সবাই বলাবলি করে জমিদার যখন এই বাড়ী ছেড়ে চলে যান তখন যে সমস্ত অলংকার এবং <br />মূল্যবান জিনিসপত্র সাথে করে নিয়ে যেতে পারে নি, তাই তিনি নাকি এই বাড়ীর বিভিন্ন দেয়ালে, <br />মেঝেতে পুতে প্লাস্টর করে দেন এবং ঘরে আসবাব পত্র বিভিন্ন জিনিস ঘরে রেখেই তালা লাগিয়ে চলে যান। <br />পরবর্তিতে অনেকেই সেগুলো খোাঁজার চেষ্টা করে সফল হতে পারে নাই। অনেকেই বলে সে সব সোনা জহররত নাকি<br /> বড় বড় সাপেরা পাহারা দেয় !! আর রাতে শোনা যায় বিভিন্ন ভৌতিক শব্দ..!! যা হোক সব কল্পকথা আর লোকমুখের <br />প্রচলিত গল্পের বাইরে এই জমিদার বড়ীর অলঙ্কার আর শৈল্পিক সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকেই। দ্বিতল এই বাড়ির পেছনে আরোও<br /> কযেকটা একচালা পুরনো বাড়ী আছে দেখার মত। একটাতে এখনও চিনিটিকরি করা পিলার স্পট। তবে সীমানা প্রাচীরগুলা ধ্বংসপ্রায়।<br /> আর দুই বাড়ীর মাঝখানে পুরনো মুঘল আমলের আদলে একটি মসজিদ। <br />---------------------------------------------------------------------------------------------------------------------------<br /><br />Enjoy and stay connected with us:<br /><br />Subscribe to <br /> <br />YouTube channel https://www.youtube.com/channel/UCLeH9L7JXskHxNKjIsGMupg?sub_confirmation=1<br /><br />facebook https://web.facebook.com/Nayem-jibon-109899673966332/<br />Instagram https://www.instagram.com/jibonnayem1/<br />twitter https://twitter.com/Nayemjibon<br />dailymotion https://www.dailymotion.com/nayemjibon<br /><br />--------------------------------------------------------------------------------------------------------------------------------------<br />Disclaimer :- This Channel does n