Surprise Me!

চোখের নিমেষে নদী গ্রাস করল পাকা বাড়ি

2021-10-01 2 Dailymotion

ঘাটালের মনসুকা চড়কতলা এলাকায় নদী গর্ভে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি দোতলা পাকা বাড়ি। বাড়ির মালিকের নাম রতন মণ্ডল। শুক্রবার সকালের পর ঝুমি নদীর জল উপচে এই বাড়ি লাগোয়া রাস্তায় ঢুকে পড়ে আর তখনই জলে তোড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই পাকা বাড়িটি। সে সময় বাড়ির ভিতর কেউ ছিল না। তাই বড় বিপদ এড়ানো গেছে।

Buy Now on CodeCanyon