Vocal : Tabib and Rana<br /><br />Lyrics : Tabib Mahmud<br />Music Composer : Subhro Raha <br /><br />Edit : Anoy Shohag <br /><br /><br /><br />Director : Akash Haque<br /><br /><br />রং তামাশায় বিভৎস চেহারাটা<br />যায় দেখা যায় চরিত্রে কার <br />পুরাদেশ ছারখার দেখো কালো কারবারী <br />যারেধরে তারে মারে এটা যুগ মহামারি <br /><br /><br />আরে জীবনের দাম যেনো দুই টাকা কেজি <br />আবার অভাবের দিনে চলে এক টাকা ছার<br />এইঅশান্ত হালচালে মন্দের মায়াজালে<br />বুঝি না আমার আজ কাকে দরকার<br /><br /><br />তামাশায় মাতি আমি ব্যাস্ত জীবন <br />আমারহতাশায় লেখা থাকে জ্যান্ত মরণ <br />আমি জীবন্ত লাশ আমি যন্ত্র মানব <br />আমি এই শহরের বুকে সবচে সুলভ <br /><br /><br />আমিসস্তায় বেচে দেই স্বপ্ন আমার <br />যেটা আজ এই সময়ের সবচেয়ে দামি <br />আমি বমি করে চুমু দেই অধারেতে খুলে দেই<br /><br />চাষ কর যত খুশি এক ফালি জমি <br />হেই<br /><br /><br /><br />যায় ভেঙে চুরে যায় <br />উড়ে দূরে যায় <br /><br />আমার সাধের স্বপ্ন<br /><br />যায় আলো নিভে যায় <br />বেলা ডুবে যায় <br /><br />শুধু টাকার জন্য<br /><br /><br />কথা কাজে মিল নাই দিল নাই <br />আমার গোজামিলে সব ঠিক ভুল নাই <br />আরে ভুলভাল কথা বলে খবরের শিরোনামে<br />লাল চুল নায়িকার দুল নাই কানে<br /><br /><br />থাকলে টাকা টাক মাথায় উঠে চুল <br />তাই মিথ্যা সত্যা হয় সঠিকটা ভুল <br />ফুলে ফুলে উড়ে মৌমাছি দুধের মাছি <br />এই হ য ব র লে আমিও আছি <br /><br /><br /><br />জীবনের দাম নাই টাকা আজ পানি এই<br /><br />যানযট জ্যামে আছে সময়ের গ্লানি আর<br /><br />মলম পার্টি আছে সুযোগের সন্ধানে<br /><br />অলি গলি রাজপথে বিচরণ সবখানে<br />আমি তুমি বেচে আছি বাচবার প্রয়োজনে<br /><br />অভাব মিটাই হেসে স্বপ্ন বেচে আরে<br /><br />লেগেছে আগুন দেখি আমার লেজে তাই<br /><br />আখের গোছা সবাই সভ্য সেজে<br /><br /><br />যায় ভেঙে চুরে যায় উড়ে দূরে যায় আমার সাধের স্বপ্ন<br />যায় আলো নিভে যায় বেলা ডুবে যায় শুধু টাকার জন্য<br />যায় ভেঙে চুরে যায় উড়ে দূরে যায় আমার সাধের স্বপ্ন<br /><br />যায় আলো নিভে যায় বেলা ডুবে যায় শুধু টাকার জন্য<br /><br /><br /><br />মাথার ভেতর পেইন ও প্যানিক<br />সব কিনে নিতে চায় স্বপ্নবণিক চায়<br /><br />স্বপ্ন আমার স্বপ্ন তোমার মোরা<br />স্বপ্ন বেচে ছিড়ি বোতাম জামার।<br /><br />আরে ট্রাফিক জ্যামে আটকে আছে<br /><br />ভাগ্যের রূপরেখা থমকে গেছে<br /><br />যেনো ছলে বলে কৌশলে মশাল জ¦ালিয়ে দাদু<br />হুট করে ভেগে গেছে প্রেমিকার সাথে বধু<br /><br /><br />খাপে খাপে বসে নাই হয় নাই ম্যাচ<br /><br />কারণ আমাদের মনভরা জিলাপির প্যাচ<br />আমরা ডাইনে বইলা বায়ে যাই বায়ে বইলা ডাইনে যাই<br />মুখ ভরা মধু মোরা কথায় আছি কাজে নাই<br /><br /><br /><br />কামে রাঙ্গা কামরা্ঙা, রঙে রাঙা রংধনু<br /><br />রঙিন চশমা চোখে হাতে নীলখাম<br /><br />কাচ কভু বুঝবেনা হিরকের দাম<br />তাই রং করে খান সব নক্কা গোলাম।<br /><br /><br /><br />যায় ভেঙে চুরে যায় উড়ে দূরে যায় আমার সাধের স্বপ্ন<br /><br />যায় আলো নিভে যায় বেলা ডুবে যায় শুধু টাকার জন্য<br />যায় ভেঙে চুরে যায় উড়ে দূরে যায় আমার সাধের স্বপ্ন<br />যায় আলো নিভে যায় বেলা ডুবে যায় শুধু টাকার জন্য