হাতির দুঃসাহসিক বেড়া টপকানোর ভিডিয়ো টুইটারে শেয়ার করেন সুপ্রিয়া সাহু নামে এক আইএএস অফিসার। ওই ভিডিয়ো শেয়ার করে সুপ্রিয়া সাহু জানান, তিনি \"বাকরুদ্ধ\"। সুপ্রিয়া সাহুর শেয়ার করা ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে, হাতিটি সাবধানে আগে নিজের দু পা পার করে নেয় বেড়ার উপর থেকে। তারপর পরের দু পা আরও অতি সাবধানে পার করে ফেলে সে।