আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর উদ্যোগে বাংলাদেশের মাটি ও মানুষের গান নিয়ে একটি ভিন্ন মাত্রার সঙ্গীতায়োজন 'IPDC আমাদের গান'। এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য আমাদের সমৃদ্ধ লোকজ সংগীতকে বিশ্বের সামনে তুলে ধরা। <br /><br />জসীম উদ্দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৪ মার্চ ১৯৭৬) একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। 'পল্লীকবি' উপাধিতে ভূষিত জসীম উদ্দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি।ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগরসভায় নিয়ে আসার কৃতিত্ব জসীম উদ্দীনের। তাঁর নকশী কাঁথার মাঠ ও সোজন বাদিয়ার ঘাট বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলোর অন্যতম। তাঁর কবিতা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। তাঁর লেখা অসংখ্য পল্লীগীতি এখনো গ্রামবাংলার মানুষের মুখে মুখে শোনা যায়। যথা:- আমার হার কালা করলাম রে, আমায় ভাসাইলি রে, কাজল ভ্রমরা রে, প্রাণ সখিরে ইত্যাদি। জসীম উদ্দীন ছিলেন প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনার অধিকারী এবং সমাজতান্ত্রিক সমাজব্যবস্থার একজন দৃঢ় সমর্থক। তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা । <br /><br />আমাদের এবারের পরিবেশনা পল্লীকবি জসীম উদ্দীন এর একটি জনপ্রিয় গানঃ<br /><br />প্রাণ সখিরে<br />কথা ও সুরঃ পল্লীকবি জসীম উদ্দীন<br />প্রথম রেকর্ডঃ আব্বাস উদ্দিন আহমেদ<br />কণ্ঠঃ নাদিয়া ডোরা<br /><br />ডিরেক্টরঃ রাশিদ খান ও পার্থ বড়ুয়া <br />সঙ্গীত পরিচালনাঃ পার্থ বড়ুয়া <br />সার্বিক পরিকল্পনাঃ রাশিদ খান <br />বিশেষ কৃতজ্ঞতাঃ হাসান আবিদুর রেজা জুয়েল <br /><br /><br />এজেন্সিঃ ক্রিয়েটো <br />প্রোডাকশনঃ ফোরটিনাইন ব্লু <br /><br />চিত্রগ্রহণঃ মিছিল সাহা <br />রিদম ডিজাইনঃ মিলন ভট্টাচার্য <br />শব্দ প্রকৌশলীঃ চারু ও শামীম আহমেদ<br /><br />• ঢোলকঃ অভিজিত চক্রবর্ত্তী<br />• হাঁড়িঃ মিলন ভট্টাচার্য<br />• বাংলা ঢোলঃ নয়ন<br />• পারকেশনঃ উজ্জ্বল<br />• মারাক্কাসঃ আলম <br />• বাঁশিঃ জালাল<br />• ড্রামসঃ ডানো<br />• বেইজঃ তানিম<br />• ইলেকট্রিক গিটারঃ জোহান<br />• নাইলং স্ট্রিং গিটারঃ শুভেন্দু দাস শুভ<br />• হারমোনিয়ামঃ মাখন <br />• ট্রাম্পেটঃ কাবিল<br />• কিবোর্ডঃ মীর মাসুম<br />• দোতরাঃমন<br />• আসালাতোঃ জাহিদ<br />• কোরাসঃ পিউ, মন, নাশা