আর একদিন পরই খ্রিস্টমাস। যিশুর জন্মদিন উপলক্ষ্যে সেজে উঠতে শুরু করেছে প্রায় সব দেশ। পশ্চিমের দেশগুলির পাশাপাশি ভারত জুড়েও পালন করা হয় এই উৎসব। খ্রিস্টমাস ট্রি থেকে শুরু করে রংবেরংয়ের আলো জ্বালিয়ে, বিভিন্ন ধরনের কেক কেটে, টার্ট বানিয়ে পালন করা হয় যিশুর জন্মদিনের উৎসব। <br /> <br /> <br /> <br /> <br /> <br /> 1