Why Facebook Remembering Taslima Nasrin is dead? watch to see more<br /><br />জীবিত কিন্তু ফেইসবুক ঘোষণা দিলেন মৃত <br /><br />Taslima Nasreen is an award-winning writer, physician, feminist, humanist and human rights defender.<br /><br />কিন্তু এই নারীকে মৃত দেখাচ্ছে ফেসবুক<br /><br />লেখিকা তসলিমা নাসরিনকে মৃত দেখাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। মঙ্গলবার বিকেলে এই লেখিকার ভেরিফাইড পেজে ‘রিমেম্বারিং তসলিমা নাসরিন’ লেখাটি দেখা যায়।<br /><br />এর আগে জনপ্রিয় এই যোগাযোগ মাধ্যমে মৃত্যু সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন তিনি। এতেই বেকায়দায় পড়েন তসলিমা। সাধারণত কেউ মারা গেলে তার বন্ধু বা স্বজনদের অনুরোধে ‘রিমেম্বারিং’ অপশন চালু করে ফেসবুক।<br /><br />তবে ফেসবুক কর্তৃপক্ষের এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটারে তসলিমা এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ‘ফেসবুক আমাকে মেরে ফেলেছে। আমি জীবিত, এমনকি অসুস্থ, শয্যাশায়ী বা হাসপাতালেও ভর্তি নই। তবে ফেসবুক আমার অ্যাকাউন্টকে ‘মেমোরিয়ালাইজড’ করে রেখেছে।<br /><br />এদিকে গত ১৮ ঘণ্টা আগে ফেসবুকে মৃত্যু সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন তিনি। ধারণা করা হচ্ছে, ওই স্ট্যাটাস দেয়ার কারণেই তাকে মৃত ভেবে রিমেম্বারিং অপশন চালু করেছে ফেসবুক।<br /><br />ওই স্ট্যাটাসে তসলিমা লেখেন, ‘আমি চাই আমার মৃত্যুর খবর প্রচার হোক চারদিকে। প্রচার হোক- আমি আমার মরণোত্তর দেহ দান করেছি হাসপাতালে, বিজ্ঞান ও গবেষণার কাজে। কিছু অঙ্গ প্রতিস্থাপনে কারও জীবন বাঁচুক। কারও চোখ আলো পাক। প্রচার হোক, কিছু মানুষও যেন প্রেরণা পায় মরণোত্তর দেহ দানে।’