মাচা শোয়ে গিয়ে রবীন্দ্রসংগীত বলে উল্লেখ করে দ্বিজেন্দ্রলাল রায়ের 'ধনধান্যপুষ্প ভরা' গেয়েছেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার! এমন ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যা নিয়ে ট্রোলড হয়েছেন ছোটপর্দার 'শ্রীময়ী'। সত্যিই কি রবীন্দ্রসংগীত গাইবেন বলে দ্বিজেন্দ্রগীতি গান করেন জাতীয় পুরষ্কারজয়ী অভিনেত্রী? আদতে সেদিনের অনুষ্ঠানে কী ঘটেছিল? এ নিয়ে এবার এই সময় ডিজিটালে মুখ খুললেন খোদ ইন্দ্রাণী হালদার।