Surprise Me!

_গীতশ্রীর প্রয়াণে শোকস্তব্ধ জিৎ গঙ্গোপাধ্যায়-সৌমিত্র রায়

2022-02-15 42 Dailymotion

সংগীত জগতে নক্ষত্রপতন। ৯০ বছরে করোনায় আক্রান্ত হয়ে ২৭ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন সন্ধ্যা মুখোপাধ্যায়। ১৫ ফেব্রুয়ারি সকলকে ছেড়ে চলে যান কিংবদন্তী শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay)। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকাহত বাংলা সিনেমার হিট সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায় (Jeet Ganguly)। এই সময় জিজিটালকে স্মৃতিচারণা করতে গিয়ে জিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "আমাকে সন্ধ্যা দি সন্তানের মতো দেখতে। আমার সৌভাগ্য আমি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি সম্মান তাঁর হাত থেকে পেয়েছিলাম। এছাড়াও বহু বার স্টেজে ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করার সুযোগ হয়েছে। আসলে ওনার পায়ে হাত দিতে পারা মানে স্বয়ং সরস্বতীর পায়ে হাত দেওয়া। আসলে আজকের এই দিনটি বাংলার সংগীত জগতে শুধু না ভারতের সংগীত জগতের ইন্দ্রপতন, এ এক বিরাট ক্ষতি।"

Buy Now on CodeCanyon