Surprise Me!

দোকান লুঠ করে প্রেমিকাকে iPhone! হাওড়ায় দুষ্কৃতীকে জেরায় তাজ্জব পুলিশ

2022-02-17 39 Dailymotion

দোকান থেকে কোটি টাকা লুঠ করে প্রেমিকাকে আইফোন (iPhone) কিনে দিয়েছিল কুখ্যাত দুষ্কৃতী। ধরা পড়তেই ফাঁস হল রহস্য। হাওড়ার (Howrah) কুখ্যাত অপরাধী ভিকি মালিককে জেরা করতে গিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের। গত ৮ ফেব্রুয়ারি হাওড়ার বেলিলিয়াস রোড শিল্পাঞ্চলে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। এরপরই অভিযুক্ত ভিকিকে পাকড়াও করা হয়। তাকে জেরা করতেই অপরাধ কবুল করে সে। জানায় লুঠ করা কোটি টাকায় প্রেমিকাকে iPhone কিনে দিয়েছিল সে। দাম নিয়েছিল দেড় লাখ টাকা।<br /><br />হাওড়ার বেলিলিয়াস রোডে লোহার সামগ্রীর দোকানে ঢুকে প্রায় কোটি টাকা লুঠ করার ঘটনায় মূল অভিযুক্ত দুষ্কৃতী ভিকিকে গ্রেফতার করে হাওড়া কমিশনারেটের ব্যাঁটরা থানার পুলিশ। বুধবার তাকে হাওড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Buy Now on CodeCanyon