Surprise Me!

টুইটার বাবুকে জুতো মেরে দিল্লিতে পাঠিয়ে দেওয়া উচিত: জয়

2022-02-18 125 Dailymotion

"যে পার্টি মানুষকে দেখে না, বাংলা বোঝে না, বাঙালির সেন্টিমেন্ট বোঝে না, সেই BJP'র সঙ্গে একেবারেই থাকা উচিত নয়। বাঙালির একটা ভোটও যেন BJP'তে না পড়ে, এটাই আবেদন করব", তৃণমূলের সভায় যোগ দিয়ে এই কথাই বললেন জয় বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, "টুইটার বাবুকে জুতো মেরে দিল্লিতে পাঠিয়ে দেওয়া উচিৎ।" BJP থেকেও অনেকে তৃণমূলে চলে আসতে চাইছেন বলেও জানান তিনি।

Buy Now on CodeCanyon