Surprise Me!

মুখোমুখি সুশান্ত ঘোষ

2022-02-20 1 Dailymotion

কঙ্কাল কাণ্ডের কলঙ্ক পিছনে ফেলে পার্টি আইন ভেঙে বহিষ্কারের পর রাজকীয় প্রত্যাবর্তন। পশ্চিম মেদিনীপুরের সিপিআইএমের জেলা সম্পাদক পদে নির্বাচিত হয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন সুশান্ত ঘোষ (Susanta Ghosh)। পশ্চিম মেদিনীপুরে রাজনীতির একসময়ের অন্যতম মুখ থেকে ২০১১-এর পর বিতর্কই সঙ্গী হয়েছে রাজ্যের প্রাক্তন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুশান্ত ঘোষের। দলের অন্দরের বিরুদ্ধ মত সত্ত্বেও জেলা সম্পাদক পদে নির্বাচিত তিনিই। সংগঠনের এমন গুরুত্বপূ্র্ণ পদে ফেরার পরে বেনাচাপড়া কাণ্ডে অভিযুক্ত, প্রায় ১০ বছর কোর্টের নির্দেশে ফিরতে পারেননি নিজের এলাকায়, ডিজিটাল সংবাদমাধ্যমে বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) মুখ্যমন্ত্রিত্ব নিয়ে সমালোচনা করে দলে থেকে বহিষ্কৃত। বিতর্কের তালিকা লম্বা। তারপর এভাবে প্রত্যাবর্তন নিয়ে কী ভাবছেন সুশান্ত ঘোষ? অতীতের ভুলের জন্য কি অনুতপ্ত ? এই সময় ডিজিটাল-কে তিনি বলেন, ''পার্টির একটা নিয়ম আছে। আমি কী করেছিলাম তাঁর মূল্যায়ন হয়ে গিয়েছে, শাস্তি মাথা পেতে নিয়েছি।''

Buy Now on CodeCanyon