শুভেন্দু অধিকারীর নির্বাচনী প্রচার ঘিরে ধুন্ধুমার নদিয়ার চাকদা। বিরোধী দলনেতাকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সোমবার পুলিশকে ঘিরে স্লোগান দিলেন BJP কর্মীরা। এদিন নদিয়ার চাকদায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে প্রথমে তিনি একটি জনসভা করেন। ওই সভা শেষে যখন তিনি BJP কর্মীদের সঙ্গে নির্বাচনী প্রচার করেছিলেন, ঠিক তখনই পুলিশ শুভেন্দুকে আটকে দেয় বলে অভিযোগ। কেন তাঁকে আটকানো হল এ নিয়ে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন শুভেন্দু। দু'পক্ষের তর্কাতর্কি শুরু হয়।
