Surprise Me!

মুজরার আসরে উড়ছে দেদার টাকা! মুহূর্তে ভাইরাল এই হেভিওয়েট তৃণমূল নেতার কাণ্ড

2022-02-25 99 Dailymotion

নাচের আসরে নোটের তাড়া থেকে টাকা খুলে তরুণীর মাথায় ছড়িয়ে দিচ্ছেন এক ব্যক্তি। এই ভিডিয়ো ভাইরাল হতেই ছড়িয়েছে তুমুল বিতর্ক। ভিডিয়ো যে ব্যক্তিকে ফিল্মি কায়দায় টাকা ওড়াতে দেখা গিয়েছে তিনি নাকি বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা প্রদীপকুমার ভগত এমনটাই দাবি উঠেছে বিভিন্ন মহলে। ভিডিয়োতে দেখা গিয়েছে একটি জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে লাল রঙের ঘাগরা-চোলিতে নেচে চলেছেন এক তরুণী। ভিডিয়োর শেষ দিকে দেখা গেছে সুসজ্জিত ওই ঘরে এক ব্যক্তি তরুণীর মাথার উপর একের পর নোট ওড়াচ্ছেন। হাওয়ায় সেই নোট উড়ে উড়ে পড়ছে চারদিকে। এমনকী, লাস্যময়ী তরুণীর নাচ চলাকালীন ওই ভিডিয়োতে এক পুরুষ কণ্ঠকে বলতে শোনা গিয়েছে, ‘‘ওয়াহ, জবাব নেই ।" সেখানেই আরও একজনকে আবার বলতে শোনা গিয়েছে, ‘‘আমাদের বিহারে বিয়ে-শাদিতে এই রকমই চলে।’’

Buy Now on CodeCanyon