Surprise Me!

_'বিদ্যুতের বাড়লে তেজ কমিয়ে দাও ভোল্টেজ'

2022-03-06 1 Dailymotion

উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিরোধিতায় স্লোগান গেঞ্জিতে প্রিন্ট করে অভিনব প্রতিবাদ বিশ্বভারতীর পড়ুয়াদের৷ 'বিদ্যুতের বাড়লে তেজ কমিয়ে দাও ভোল্টেজ', লেখা গেঞ্জি আন্দোলনকারী পড়ুয়াদের গায়ে৷ ছাত্রাবাস খোলার দাবিতে কেন্দ্রীয় কার্যালয়ে ছয় দিন ধরে চলছে ছাত্র আন্দোলন৷<br /><br />উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক সিদ্ধান্ত নিয়ে বিগত আড়াই বছর ধরে বহু বিক্ষোভ, আন্দোলন করেছে পড়ুয়ারা। এবার 'বিদ্যুতের বাড়লে তেজ কমিয়ে দাও ভোল্টেজ', স্লোগানটি ব্যবহার করা হচ্ছে। এই স্লোগান এবার গেঞ্জিতে প্রিন্ট করে আন্দোলনে নামল বিশ্বভারতীর পড়ুয়ারা৷

Buy Now on CodeCanyon