Surprise Me!

রাজবাড়ী মাঠ ও শহীদ মিনার চত্বর (গাজীপুর) Gazipur Central Shahid Minar

2022-03-15 1 Dailymotion

রাজবাড়ী মাঠ ও শহীদ মিনার চত্বর (গাজীপুর) Gazipur Central Shahid Minar<br /><br />দিনটি ছিল ১৯ মার্চ, বুধবার। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন জয়দেবপুর তথা গাজীপুরের বীর জনতা। যুদ্ধে চারজন শহীদ হন। পাকিস্তানি হানাদারদের গুলিতে পঙ্গুত্ব বরণ করেন আরও অনেকে।<br />১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পর আন্দোলন দুর্বল করতে অন্যান্য সেনানিবাসের মতো জয়দেবপুরের দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের কৌশলে নিরস্ত্র করার জন্য তাঁদের অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয় ঢাকা ব্রিগেড সদর দপ্তর। কিন্তু মুক্তিকামী বাঙালি সৈন্য ও স্থানীয় জনতা তাদের মতলব বুঝতে পেরে অস্ত্র জমা না দিয়ে চান্দনা চৌরাস্তা থেকে জয়দেবপুর পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনীকে বাধা দেওয়ার জন্য সড়কে অবরোধ সৃষ্টি করেন।<br />১৯ মার্চ পাকিস্তানি বাহিনীর ব্রিগেডিয়ার জাহানজেব ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যদের সতর্কতা ও রাস্তায় আন্দোলনকারীদের দেখে অস্ত্র জমা নেওয়ার আশা ত্যাগ করে ঢাকায় ফিরছিলেন। এ সময় ছাত্র-জনতা জয়দেবপুরের রেলক্রসিং এলাকা ও চান্দনা চৌরাস্তায় তাদের বাধা দেন। এ সময় পাকিস্তনি বাহিনী গুলি ছুড়লে ছাত্র-জনতা সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পাকিস্তানি বাহিনীর গুলিতে শহীদ হন হুরমত, নিয়ামত, কানু মিয়া ও মনু খলিফা। আহত হন আরও অনেকে।<br />এরই ধারাবাহিকতায় শুরু হয় সশস্ত্র মুক্তিসংগ্রাম। তখন স্লোগান ওঠে ‘জয়দেবপুরের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো’। পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে ওটাই ছিল মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধযুদ্ধ।<br />ভাওয়াল রাজবাড়ির সামনে জাগ্রত ১৯ মার্চ স্মারক ভাস্কর্য ছাড়া দীর্ঘদিনেও ১৯ মার্চের শহীদদের বীরত্বগাথা সংরক্ষণে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। লিখিত ইতিহাস না থাকায় সেদিনের সংগ্রাম হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।<br />ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠ সংলগ্ন এই শহীদ মিনার যেন সেই ইতিহাসের সাক্ষী হয়ে আজও আমাদের স্মৃতি কে রিস্টার্ট দিয়ে যায়।<br /><br />google map link:<br />https://goo.gl/maps/C54GLH3bFKxRUogw6<br /><br />Enjoy and stay connected with us:<br /><br />Subscribe to <br /> <br /><br />facebook https://web.facebook.com/Nayem-jibon-109899673966332/<br />Instagram https://www.instagram.com/jibonnayem1/<br />twitter https://twitter.com/Nayemjibon<br />dailymotion https://www.dailymotion.com/nayemjibon<br /><br />--------------------------------------------------------------------------------------------------------------------------------------<br />Disclaimer :- This Channel does not promote any illegal content, Does not encourage any kind of illegal activities.<br /> All contents provided by this channel is meant for Review purpose only<br /><br />Copyright Disclaimer: Under Section 107 of the Copyright Act 1976, allowance is made use" for purposes such as criticism,<br /> comment, news reporting, teaching, scholarship, and research.<br /> Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. <br /> Review use tips the balance in favor of fair use.<br />----------------------------------------------------------------------------------------------------------------------------------------<br /><br />Song:www.bensound.com<br /><br />Thanks For Watching<br />দেখার জন্য ধন্যবাদ.<br />=============================================================

Buy Now on CodeCanyon