Jalpaiguri-তে বৃদ্ধের বিছানার সঙ্গী যখন বিষধর সাপ! ঘড়িতে তখন রাত প্রায় সাড়ে এগারোটা। রাতের খাওয়া সেড়ে বিছানায় শুয়ে ঘুমানোর তোড়জোড় করছেন। হালকা ঠান্ডা অনুভব করায় লেপমুড়ি দিয়ে শোয়ার প্রস্তুতি নিচ্ছেন। লেপ টেনে গায়ে জড়ানোর মুহূর্তেই হাতে একটু ঠান্ডা আর অন্যরকম কিছু আন্দাজ করেন। সঙ্গে সঙ্গে খাট থেকে লাফিয়ে নেমে লাইট জ্বালাতেই চক্ষু চড়কগাছ! বিশালাকৃতির একটি বিষধর গোখরো সাপ লেপের মধ্যে ঘাপটি মেরে বসে আছে।
