Surprise Me!

জাতীয় মানের খ্যাতনামা প্রসিদ্ধ সম্পন্ন ক্যারাটে প্রশিক্ষক, শ্রীমান বিক্রমাদিত্য বর্মনের ক্যারাটে ছাত্রী শ্রীমতি তনয়া সাহার ক্যারাটে প্রসঙ্গে সাক্ষাৎকারে, একাধিক আলাপচারিতায় তারই ক্যারাটে প্রশিক্ষক বিক্রমাদিত্য বর্মনের সাথে কথোপকথনে।

2022-04-21 5 Dailymotion

আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সর্ববৃহৎ সুপ্রতিষ্ঠিত খ্যাতনামা রাজ্যস্তরীয় ক্যারাটে ক্রীড়া মহা সংগঠন ,"অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে-ডু-ফেডারেশন", আমাদের এই ক্যারাটে ক্রীড়া মহা সংগঠন সর্বদাই সকলের সাথে সকলের পাশে। তাই যদি কেউ ক্যারাটে শিখতে আগ্রহী থেকে থাকেন তাহলে অবশ্যই আর একদমই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। বিগত দিনগুলোতে আমাদের ক্যারাটে ক্রীড়া মহা সংগঠন থেকে একের পর এক ক্যারাটে ছাত্র-ছাত্রী তারা তাদের নিজেদের নজির গড়েছে ক্যারাটে খেলার মধ্য দিয়ে। আমরা চাই আগামী দিনে আরও ছেলেমেয়েরা ক্যারাটে দিয়ে উঠে আসুক এবং সকলেরই মুখজ্জ্বল করুক। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে www.abskfwbind.org এই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করুন এবং সেখান থেকে আমাদের সাথে খুব সহজেই যোগাযোগ করুন।<br /><br />#All_Bengal_Sports_Karate_Do_Federation<br /><br />#ABSKF

Buy Now on CodeCanyon