Surprise Me!

Lalbazar: কলেজ ফেস্ট নিয়ে কড়া নির্দেশিকা জারি করল লালবাজার

2022-06-03 31 Dailymotion

কেকে-র অনুষ্ঠানে নজরুল মঞ্চে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, তার প্রেক্ষিতে এবার কলেজ ফেস্ট নিয়ে কড়া নির্দেশিকা জারি করল লালবাজার। ওই নির্দেশিকায় বলা হয়েছে, কলেজ ফেস্ট করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুষ্ঠানের বিষয়ে আগাম বিস্তারিত জানাতে হবে কলকাতা পুলিশকে। নিশ্চিত করতে হবে যাতে, কোনওভাবেই অডিটোরিয়ামের আসন সংখ্যার থেকে পাসের সংখ্যা বেশি না হয়। একটি পাসে একজনই ঢুকতে পারবেন। অনুষ্ঠানস্থলে রাখতে হবে অ্যাম্বুল্যান্স। সেইসঙ্গে রাখতে হবে পর্যাপ্ত সংখ্যায় নিরাপত্তারক্ষী। 

Buy Now on CodeCanyon