Surprise Me!

Rupankar Bagchi : সঙ্গীতশিল্পী KK-র মৃত্যু বিতর্কের মধ্যে প্রথম স্টেজ শো করলেন শিল্পী রূপঙ্কর বাগচী

2022-06-06 155 Dailymotion

সঙ্গীতশিল্পী KK-র মৃত্যু বিতর্কের মধ্যে প্রথম স্টেজ শো করলেন শিল্পী রূপঙ্কর বাগচী। পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে টালার মোহিত মৈত্র মঞ্চে একটি স্কুলের প্রাক্তনীদের পুনর্মিলন উত্সবে এদিন গান করেন শিল্পী। এক AC-র নেতৃত্বে মঞ্চের ভেতরে ও বাইরে নিরাপত্তায় ছিলেন প্রায় ৯০ জন পুলিশকর্মী। পাশাপাশি, KK-র মৃত্যুর পর কলকাতা পুলিশের নির্দেশিকা অনুযায়ী অনুষ্ঠান মঞ্চের বাইরে রাখা ছিল অ্যাম্বুল্যান্স। প্রায় এক ঘণ্টা পর মঞ্চ ছাড়ার সময় কোনও কথা বলতে চাননি। হাত জোড় করে বেরিয়ে যান রূপঙ্কর।

Buy Now on CodeCanyon