Surprise Me!

Ek Dozen Golpo: ২দিনের সফরে কলকাতায় নাড্ডা, কাল যাবেন চুঁচুড়ায়

2022-06-07 24 Dailymotion

বঙ্গ বিজেপিতে অসন্তোষের মধ্যেই ২দিনের সফরে কলকাতায় নাড্ডা। বুধবার সকাল ১১টায় চুঁচুড়ায় একটি অনুষ্ঠানে অংশ নেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। দুপুরে দলের একাধিক বৈঠকে যোগ দেবেন জেপি নাড্ডা। বৃহস্পতিবার দলের সাংসদ, বিধায়ক, ও রাজ্য বিজেপির পদাধিকারীদের নিয়ে বৈঠক করবেন তিনি। দুপুরে দলের কর্মী সম্মেলনে ভাষণ দেবেন। কলা মন্দিরে নাগরিক সম্মেলনও যোগ দেওয়ার কথা রয়েছে জেপি নাড্ডার। বৃহস্পতিবার দিল্লি ফিরে যাওয়ার কথা জে পি নাড্ডার। 

Buy Now on CodeCanyon