Surprise Me!

Bhowanipore Twin Murder: তিনদিনের মাথায় ভবানীপুরে দম্পতিকে খুনের কিনারা, ভাড়াটে খুনি-সহ গ্রেফতার ৩

2022-06-09 49 Dailymotion

তিনদিনের মাথায় ভবানীপুরে গুজরাতি দম্পতিকে খুনের কিনারা করল পুলিশ। ভাড়াটে খুনি-সহ গ্রেফতার ৩। খুনের জন্য একজনকে ওড়িশা থেকে আনা হয় বলে পুলিশের দাবি। পুলিশ সূত্রে খবর, সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ খতিয়ে দেখার পর নিশ্চিত হয় পুলিশ। গতকাল লালবাজারে এনে রাতভর জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি মেলায় ২ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জেরা করে তৃতীয় ব্যক্তির হদিশ পায় পুলিশ। সূত্রের খবর, গোটা পরিকল্পনার মাস্টারমাইন্ডের খোঁজ চলছে। এমনকি, খুনের কয়েকদিন আগে ভবানীপুরে শাহ দম্পতির বাড়িতেও এসেছিল মাস্টারমাইন্ড, এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। 

Buy Now on CodeCanyon