Surprise Me!

Tapan Dutta Murder: "তপন দত্তর মৃত্যুর পর তদন্তে স্বচ্ছতা ছিল না'' মন্তব্য শমীকের

2022-06-09 177 Dailymotion

১১ বছর পর, বালির তৃণমূল নেতা তপন দত্ত খুনে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপর্ব চালিয়ে নিয়ে যাবে সিবিআই, জানাল হাইকোর্ট। এরপর বিচার হবে সিবিআই-এর বিশেষ আদালতে, জানাল আদালত। এরপর থেকে তদন্ত চালিয়ে নিয়ে যাবে সিবিআই, নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। জলাভূমি ভরাটের প্রতিবাদ করায়, ২০১১ সালের ৬ মে খুন হন বালির তৃণমূল নেতা তপন দত্ত। প্রথমে বালি থানার পুলিশ তদন্ত করলেও পরে তদন্তভার দেওয়া হয় সিআইডি-কে। 

Buy Now on CodeCanyon