Surprise Me!

BJP: ফের পৃথক রাজ্যের দাবি, সরব কার্শিয়ঙের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা

2022-06-09 54 Dailymotion

জে পি নাড্ডার রাজ্য সফরের মধ্যেই বঙ্গ বিজেপিতে মাথাচাড়া দিচ্ছে বাংলা ভাগ বিতর্ক। আজ নিউটাউনের হোটেলে নাড্ডার সঙ্গে বৈঠক করেন দলের সাংসদ, বিধায়করা। বৈঠকের আগে কার্শিয়ঙের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ফের একবার পৃথক রাজ্যের দাবিতে সরব হন। গতকাল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেন, বিজেপি রাঢ়বঙ্গ না চাইলেও, তিনি চান। তবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী স্পষ্ট জানান, তিনি অখণ্ড বাংলার পক্ষে।

Buy Now on CodeCanyon