Surprise Me!

সাপ দিয়ে খিচুড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে!

2022-06-09 63 Dailymotion

শোরগোল বাগকালাপাহাড়ের অঙ্গনওয়ারি কেন্দ্রে। শিশু আর গর্ভবতী মিলিয়ে ওই গ্রামের পুষ্টিদায়ক খাবার পাওয়ার জন্য ৫৪ জনের নাম নথিভুক্ত। যারা মূলত খোরদোপলাশি,কাঠালডাঙা,বাগকালাপাহাড় গ্রামে থাকেন। খিচুড়ি রান্না হলে সবাই সেই খিচুড়ি নিয়ে বাড়িতে চলে যান। খেতে বসেই এক অভিভাবকের চোখ কপালে! গরম খিচুড়ির মধ্যে ’মরা সাপের বাচ্চা’। বিডিও শুভঙ্কর মজুমদারের জানিয়েছেন, “শিশুদের বড় বিপদ হয়নি এটাই রক্ষে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বে থাকা সবাইকে শো-কজ নোটিশ ধরানো হয়েছে। শো-কজের উত্তর সন্তোষজন না হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে”।

Buy Now on CodeCanyon