Surprise Me!

Amit Shah: "বিকৃত করা হয়েছে ভারতের ইতিহাস, ফের লেখা হলে আটকাবে কে?'' হুঙ্কার অমিত শা-র

2022-06-11 400 Dailymotion

বিকৃত করা হয়েছে ভারতের ইতিহাস। ফের লেখা হলে আটকাবে কে। দিল্লিতে বইয়ের উদ্বোধনে এসে হুঙ্কার অমিত শা-র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, ভারতের ইতিহাসে মুঘলরাই শুধু গুরুত্ব পেয়েছে। কিন্তু পাণ্ড্য, চোল, মৌর্য, গুপ্ত এবং অহমের মতো অনেক সাম্রাজ্যের গৌরবময় কাহিনি উপেক্ষিত। একইসঙ্গে অমিত শা বলেন, আমরা এখন স্বাধীন। নিজেদের ইতিহাস নতুন করে লিখতে পারি। 

Buy Now on CodeCanyon