Surprise Me!

Mamata Banerjee: "পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?'' হাওড়ার হিংসা নিয়ে ট্যুইটে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

2022-06-11 794 Dailymotion

হাওড়ার হিংসা নিয়ে ট্যুইটে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। ট্যুইটে তিনি লেখেন, "আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে। এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে। তারা দাঙ্গা করাতে চায়- কিন্তু এসব বরদাস্ত করা হবে না। এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি,  কষ্ট করবে জনগণ?''

Buy Now on CodeCanyon