Surprise Me!

Sukanta Majumder: "পুলিশ মৌখিক নির্দেশের উপর কাজ করছে, যা সম্পূর্ণ বেআইনি'' প্রতিক্রিয়া সুকান্তর

2022-06-11 228 Dailymotion

নিউটাউনের বাড়িতে আটকে দেওয়া হয় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। জোর করে বেরোনর চেষ্টা করলে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা, ধস্তাধস্তি। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশের হাতাহাতি। বাড়ির সামনে বসানো হয় গার্ড রেল। সেই গার্ড রেল ভেঙে দেন বিজেপি কর্মীরা। গতকাল বিজেপির যে সমস্ত পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠে, সেগুলি আজ পরিদর্শনে যাওয়ার কথা ছিল বিজেপি রাজ্য সভাপতির। এবিষয়ে তিনি বলেন, "আমার নিরাপত্তারক্ষী, আমাদের কর্মীদের সঙ্গে অভব্য আচরণ করা হয়েছে। পুলিশ সম্পূর্ণ দলদাসের মতো কাজ করছে। পুলিশের থেকে এই আচরণ কাম্য নয়। পুলিশ মৌখিক নির্দেশের উপর কাজ করছে। যা সম্পূর্ণ বেআইনি।''

Buy Now on CodeCanyon